ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথম উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভকে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। প্রতিরক্ষা খাতে ড্রোন প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরে তাঁর ভূমিকার প্রশংসা করেন তিনি।
রয়টার্স জানায়, শুক্রবার রাতে দেওয়া নিয়মিত ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি। বর্তমানে তিনি ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে ডিজিটাল রূপান্তর বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রস্তাবটি কার্যকর করতে হলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।
জেলেনস্কি বলেন, “মিখাইলো ‘ড্রোন লাইন’ উদ্যোগের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং রাষ্ট্রীয় সেবা ও প্রশাসনিক প্রক্রিয়ার ডিজিটালাইজেশনে অত্যন্ত কার্যকরভাবে কাজ করছেন।” তিনি আরও বলেন, “আমাদের সব সামরিক সদস্য, সামরিক নেতৃত্ব, জাতীয় অস্ত্র প্রস্তুতকারক এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে প্রতিরক্ষা খাতে এমন পরিবর্তন বাস্তবায়ন করতে হবে, যা বাস্তব অর্থেই সহায়ক হবে।”
প্রস্তাবিত এই নিয়োগ কার্যকর হলে ফেদোরভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী দেনিস শ্মিহালের স্থলাভিষিক্ত হবেন। শ্মিহাল এর আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জেলেনস্কি তাঁর ভাষণে জানান, শ্মিহালের নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভালো ফলাফল দেখিয়েছে এবং তাঁকে সরকারে নতুন একটি দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, বিশেষ করে ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। এই প্রস্তাবিত পরিবর্তন সেই কৌশলেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।