ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার রাতের এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা সোমবার এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, মানাদো শহরের ‘ওয়ের্ধা দামাই’ নামের বৃদ্ধাশ্রমে রোববার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনটি রাতের শেষ দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে প্রাণহানির ঘটনা ঘটে।
মানাদো পুলিশের কর্মকর্তা আলামসিয়াহ পি. হাসিবুয়ান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভির প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে আগুনে জ্বলতে থাকা ভবন থেকে আকাশ কমলা রঙে আলোকিত হয়ে ওঠে। কিছু বাসিন্দাকে অন্যরা সহায়তা করে বের করে আনার চেষ্টাও করতে দেখা যায়।
মানাদো ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জিমি রোটিনসুলু মেট্রো টিভিকে বলেন, বৃদ্ধাশ্রমটির অধিকাংশ বাসিন্দাই বয়স্ক ছিলেন এবং আগুন লাগার সময় অনেকে ভবনের ভেতরে আটকা পড়েন। তিনি আরও জানান, এ ঘটনায় অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
এই অগ্নিকাণ্ডে হতাহতের প্রকৃত সংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত শেষে স্পষ্ট হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।