পররাষ্ট্র উপদেস্টা বলেছেন, ভোট হবে উৎসব মূখর পরিবেশে। প্রত্যেকটি মানুষ যেন নিজেদের ইচ্ছেমত ভোট দিতে পারে, সে লক্ষ্যেই থাকবে আমাদের। এই সরকার কোন দলেন পক্ষে নয়, এটা সবার জানা।
পররাষ্ট্রউপদেস্টা আরও বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে, যে দাবীর লক্ষ্যে তাদের প্রান দিতে হয়েছে, তাদের সে দাবীর তালিকা তৈরী করা হয়েছে। যসেটি অতি দ্রুতই জনগনের সামনে হাজির করা হবে। জনগন এরপক্ষে হ্যা অথবা না ভোট দিবেন।
তিনি আরও বলেন, এবারের ভোটে বিপুল পরিমান দেশী বিদেশী পর্যবেক্ষক থাতবে, এছাড়াও কোন ভোট কেন্দ্রে কোন সহিংসতা হলেই ওই কেন্দ্র স্থগিত করে দেয়া হবে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোটের বিষয়ে প্রচারণার লক্ষ্যে ভোটের ক্যরাভান গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন এ কথা বলেন।
ভোটের এ ক্যারাভান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার সহ উর্ধতন কর্মকর্তারা উপস্খিত ছিলেন।