ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সার্কিট হাউজ সংলগ্ন শহিদ হৃদয় তরুয়া চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে সমাপ্ত হয়।
সর্বদলীয় জুলাই ঐক্য পটুয়াখালীর আয়োজনে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালীর চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে এবং জুলাই যোদ্ধা আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও পটুয়াখালী-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম কায়সারী, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব শাহ আলম সিকদার, এনসিপির বশির আহমেদ, গণঅধিকার পরিষদের নেতা সোহেল রানা, নাগরিক কমিটির ফেরদৌস মুন্সি, ছাত্রশক্তির আহ্বায়ক মো. মিরাজ, জুলাই আন্দোলনের সমন্বয়ক মো. সালমান, আম জনতা পার্টির রিয়াজুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি তোফাজ্জেল হোসেন, ছাত্রশিবির নেতা শহিদুল ইসলাম, বেল্লাল হোসেন, শুভ প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা ও ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান পটুয়াখালী পৌরসভার জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান।
বক্তারা অবিলম্বে শরিফ ওসমান বিন হাদির খুনিদের ভারত থেকে এনে দ্রুত বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।