পটুয়াখালীর দশমিনা উপজেলায় জুলাই আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার সকালে উপজেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশ নেন ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, দশমিনা উপজেলা শাখার সভাপতি লিয়ার হোসেন হাওলাদার, সহসভাপতি রফিক মহল্লাদার, সাধারণ সম্পাদক মিলন মিয়া, যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি ইমরান শাহিন, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে জুলাই আন্দোলনের একজন নেতাকে গুলি করে হত্যা করা দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুতর হুমকি। তারা অভিযোগ করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এ ধরনের সহিংসতা চালানো হচ্ছে।
বক্তারা ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। পাশাপাশি জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সমাবেশে নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।