ভোলা সদরে কৃষক–কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ ও প্রদর্শনী উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’–এর আওতায় দিনব্যাপী এ সক্ষমতা–বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি বিষয়ে হাতে–কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি, রোগ–বালাই ব্যবস্থাপনা, সবজি উৎপাদনে নতুন কৌশল, উচ্চফলনসম্পন্ন জাত নির্বাচন এবং মাঠপর্যায়ে সঠিক পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক–কৃষাণীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।