নীলফামারীর জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম মহোদয়ের দিক নির্দেশনায়
এস আই আবু বক্কর ছিদ্দিক এর নৃত্যিতে জলঢাকা থানার অফিসার ফোর্সের একটি টিম সহ একটি মটরসাইকেল ও ২জন চোর আটক করে।জলঢাকা থানার মামলা নাম্বার নং ০৮ তারিখ ৫/১২/২০২৫ ধারার ৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০ সংক্রান্তে মো: তহিদুল ইসলাম পিতা মৃত তমিজার রহমান গ্রাম উত্তর ধর্মপাল তিন বট থানা জলঢাকা জেলা নীলফামারী এর এজাহারের প্রেক্ষিতে জলঢাকা থানায় চুরি হওয়া মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে বাদীর বাড়িতে চুরির ঘটনায় বিশ্বস্ত সোর্সের মাধ্যমে দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন রামডুবি এলাকা হতে দুইজন কুখ্যাত মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জলঢাকা থানা পুলিশএবং তাদের নিকট হতে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় অদ্য ১৫/১৩/২০২৫তারিখ ইং বাদীকে তার মোটরসাইকেলটি জিম্মায় প্রদান করা হয়।