নীলফামারীর জলঢাকায় ক্রিকেট এসোসিয়েশন এর নতুন কমিটি আত্নপ্রকাশ ও তিন মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে রবিবার সন্ধ্যায় জলঢাকা মিনি স্টেডিয়ামের অফিস রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি আসিফ ইকবাল সাজু।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা সহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি বলেন,গত বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে জলঢাকা উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ৫৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল সাজুকে সভাপতি, ক্রিকেটার মিজান ইসলাম কে সহ- সভাপতি,
শাহিনুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক,
সাদেক হোসেন খোকাকে সহ: সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আল হাদি ও নিশান ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় নব নির্বাচিত সভাপতি সাজু জলঢাকা উপজেলার ক্রিকেট কে এগিয়ে নিতে ও ৩ মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।