সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার নতুন বাজার এলাকার স্টার চাইনিজ রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অসকস দুমকি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিমান বাহিনী প্রধান, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার হোসেন ফরাজি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ফজলুল হক এবং সার্জেন্ট মো. মাসুদ খান। সভায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। অনুষ্ঠানে অসকসের উপজেলার বিভিন্ন স্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী সশস্ত্র বাহিনীর দেশরক্ষার প্রতি অবিচল অঙ্গীকারকে সাধুবাদ জানান এবং বলেন, "সশস্ত্র বাহিনী দেশের একমাত্র প্রতিরক্ষা বাহিনী হিসেবে সবসময় প্রস্তুত থাকে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে।" তিনি অবসরপ্রাপ্ত সেনানিবাসীদের কল্যাণে অসকসের কার্যক্রমকে প্রশংসা করে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অসকসের নেতৃত্ব জানায়, সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের মাধ্যমে দেশবাসীর মধ্যে জাতীয় ঐক্য ও সংহতি বৃদ্ধি করা এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও শ্রদ্ধাভরা অনুভূতি জাগ্রত করাই তাদের লক্ষ্য। অনুষ্ঠানটি পারিবারিক পরিবেশে অনুষ্ঠিত হয়ে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও ঐক্যবদ্ধতার সৃষ্টি করে।