পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল গণি হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদারকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামী ইলিয়াসসহ সকল খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে মানববন্ধন অনুষ্ঠান করেছেন।
রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত সরোয়ার হাওলাদারের পরিবার ও স্থানীয়বাসী খুনীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। মানববন্ধনে নিহতের সহধর্মিণী মনসুরা বেগম, বড় ছেলে শাক্কিব, ছোট ছেলে শিফাত, বোন পারভীন, চাচা, ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম গাজী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নিহতের বড় ভাই মো. দেলোয়ার হাওলাদার, এলাকাবাসীর পক্ষে মুসা মুন্সি ও সিদ্দিক হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
স্বজন ও এলাকাবাসী অভিযোগ করেন, সরোয়ার হাওলাদারকে পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে সরোয়ার হাওলাদার হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনীদের গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।
মানববন্ধন শেষে স্বজনরা ও এলাকাবাসী খুনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে তারা দ্রুত তদন্ত ও আসামীদের গ্রেফতারের অনুরোধ জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরোয়ার হাওলাদার (৪২) ইটবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বানিয়াকাঠী এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে ইলিয়াসসহ কয়েকজন যুবক তাকে দা ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তাকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।