পটুয়াখালীর মহিপুর ফেরিঘাট এলাকায় শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় চালানো অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী 'খ' সার্কেলের কলাপাড়া ইউনিট দুই যুবককে ৮৫ গ্রাম গাঁজাসহ আটক করেছে। মোবাইল কোর্ট তাদের পৃথকভাবে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে বিপিনপুর ৪নং ওয়ার্ড লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা মো. আব্বাস (২১) কে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই এলাকায় দ্বিতীয় অভিযানে পাঞ্জুপাড়া ৮নং ওয়ার্ড, কুয়াকাটা পৌরসভার বাসিন্দা মো. তানভির হাসান (২৩) কে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট তাদের পৃথকভাবে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে। অর্থদণ্ড অনাদায় হলে অতিরিক্ত ৫ দিন করে কারাদণ্ড হবে বলে জানানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশীদ প্রসিকিউশন পরিচালনা করেন। মোবাইল কোর্ট মামলা নং ২৯৯/২৫ ও ৩০০/২৫, তারিখ ২২/১১/২০২৫ এ কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মহিপুর ফেরিঘাট এলাকায় মাদক ব্যবসার ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত কয়েক মাসে এ এলাকায় বেশ কয়েকটি মাদক মামলায় বিচার হয়েছে। প্রশাসন এই অভিযানের মাধ্যমে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সংকল্পিত বলে জানিয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা। যে কেউ মাদক ব্যবসায় জড়িত হবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হবে।"