মস্কোতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠকে চীনের প্রিমিয়ার লি কিয়াং জানিয়েছেন, জ্বালানি, কৃষি এবং বিনিয়োগ খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চায় বেইজিং। একইসঙ্গে রাশিয়া থেকে আরও বেশি কৃষিজাত ও খাদ্যপণ্য আমদানি এবং চীনা কোম্পানিগুলোর জন্য রাশিয়ায় বিনিয়োগ সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার মস্কোতে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাত্রা যোগ হলো। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, লি কিয়াং বলেছেন, রাশিয়া থেকে আরও বেশি কৃষিজাত ও খাদ্যপণ্য আমদানির জন্য চীন প্রস্তুত এবং চীনা উদ্যোগগুলো যাতে রাশিয়ায় সহজে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা করতে পারে সে ব্যাপারে মস্কোর সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, বহিরাগত চ্যালেঞ্জের মুখেও দুই দেশের সহযোগিতা বারবার তার স্থিতিশীলতা প্রমাণ করেছে। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বৈঠকের প্রতিলিপি অনুযায়ী, মিশুস্তিন বলেছেন, “জ্বালানি খাতে আমাদের সহযোগিতা বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে এবং তেল, গ্যাস, কয়লা ও পারমাণবিক শক্তি—সব ক্ষেত্রেই এটি বিস্তৃত।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার কয়েক দিন আগে বেইজিং ও মস্কো ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে। গত এক দশকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে পুতিন প্রকাশ্যেই চীনকে ‘মিত্র’ হিসেবে উল্লেখ করেছেন।
পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূ-রাজনৈতিক চাপের মধ্যেও দুই দেশ অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে একে অপরের ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে উঠছে। সোমবারের বৈঠক সেই প্রবণতিরই নতুন সাক্ষর বলে মনে করা হচ্ছে।