রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া সি ওর টিলা এলাকায় পার্কের নামে কবরস্থানের ওপর মঞ্চ নির্মাণ করে গান-বাজনা ও অশালীন কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লংগদু উপজেলা ইমাম সমিতি ও সর্বস্তরের তৌহিদী জনতা।
শনিবার (১৫ নবেম্বর) বেলা ১২টায় উপজেলার মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে লংগদু সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে একত্রিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মতিন, উপজেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউনুছ আল হাবিবি সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও তৌহিদী জনতা।
বক্তারা বলেন, শান্তিপ্রিয় লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার সি ওর টিলা স্থানে পার্কের নামে প্রথম দিনই মেয়েদের নাচ, বেহায়াপনা ও জুয়ার আসর বসানো হয়েছে। এসব কার্যক্রম পরিচালনার পেছনে স্থানীয় আবুল কালাম নামে একজন জড়িত আছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তাদের দাবি, তিনি নিজেকে বিভিন্ন সংগঠনের নেতা পরিচয় দেন এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে স্থানীয়দের হুমকি দিয়ে আসছেন।
উল্লেখ্য, ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে পার্ক উদ্বোধনের নামে কবরের ওপর অশালীন কার্যকলাপ চালানো হলে স্থানীয়রা বাধা দেন। এতে বাধা প্রদানকারী একজনকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। পরে খবর পেয়ে তৌহিদী জনতা ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্টরা জেনারেটর বন্ধ করে নিজেদের জিনিসপত্র ভাঙচুর করে নৌকায় করে পালিয়ে যান।
এসময় ভেতরে ঘুরতে আসা কিছু মহিলা ও মেয়েরাও আটকা পড়ে গেলে তৌহিদী জনতার কয়েকজন তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বক্তারা অভিযোগ করেন, পরদিন সকাল থেকে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় তৌহিদী জনতার বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।