পটুয়াখালীতে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তরের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩ টায় ঝাউতলা গোল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার ৮ টি সংগঠনের তরুণ জলবায়ু কর্মীরা অংশ নেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩০) ব্রাজিলের বেলেমে চলমান থাকা অবস্থায় বিশ্বব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি এবং একশনএইড বাংলাদেশের যৌথ আয়োজনে, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেয় ভলান্টিয়ার ফর বাংলাদেশ , ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন, বিডি ক্লিন পটুয়াখালী, পটুয়াখালী ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তারুণ্যে আউলিয়াপুর, টিআইবি ইয়েস মেম্বারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন।
এ সময় তরুণরা রঙিন পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি, এবং সবার জন্য একটি সবুজ, ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ ভবিষ্যৎ নির্মাণের দাবি জানায়। তারা বলেন, জলবায়ু সংকট এখন শুধু পরিবেশগত নয় এটি সামাজিক ন্যায়বিচারের বিষয়ও।
কর্মসূচিতে তরুণ জলবায়ু কর্মীরা জোর দিয়ে বলেন, কপ-৩০ অবশ্যই একটি ‘সিদ্ধান্তমূলক COP’ হতে হবে, যেখানে গ্লোবাল সাউথের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্যতা নিশ্চিত করা হবে। ফাঁকা প্রতিশ্রুতি নয়—কংক্রিট পদক্ষেপ, জবাবদিহিতা এবং জলবায়ু অর্থায়নে সুষম বণ্টন নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সারা দেশের মতো পটুয়াখালীতে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ পদযাত্রায় তরুণরা #JustTransitionNow, #FundOurFuture, #ClimateFinance, #StopFossilFuel, #ClimateJusticeNow, #PayUpforLossandDamage, #ClimateStrike, #EndToFossilFuel সহ বিভিন্ন বৈশ্বিক হ্যাশট্যাগ প্রদর্শন করে জলবায়ু আন্দোলনকে আরও বেগবান করে তোলে।
এ সময় ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি আহম্মেদ কাওসার বলেন, “জলবায়ু ন্যায়বিচার মানে ন্যায্য রূপান্তর। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি ও উদ্ভাবনে তরুণদের নেতৃত্বকে সমর্থন করতে হবে। তরুণরা সবুজ ধারণা নিয়ে এগিয়ে এলে পৃথিবী তার ভারসাম্য ফিরে পাওয়ার পথ খুঁজে পায়।”