পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৫ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল মৃধা (৩৭) ও মো. মাসুদ রানা (৩০) নামে দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে কলাপাড়া বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টারের পূর্ব পাশে ফাঁকা জায়গায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন— মো. জুয়েল মৃধা (৩৭), পিতা মুজাফফর হোসেন মৃধা, সাং—নাচনাপাড়া ৩নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভা; এবং মো. মাসুদ রানা (৩০), পিতা মৃত আব্দুল কাদের ফকির, সাং—রহমতপুর ৩নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের নেতৃত্বে মোবাইল কোর্টে জুয়েল মৃধাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মাসুদ রানাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়া।
পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, “মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”