ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাইলাকান্দি এলাকা থেকে রবিবার (৯ নভেম্বর) এক কেজি গাঁজাসহ মো. রাশেদ (৩৫) ও মো. মমিন (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
Body: আটককৃতরা হলেন— মো. রাশেদ (৩৫), পিতা মো. রুহুল আমিন এবং মো. মমিন (৩০), পিতা মা. বাবুল। উভয়ের বাড়ি ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকায়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বাইলাকান্দি এলাকায় অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে এক কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।