“গণপূর্তকৌশল দিবস” এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়।
সকাল ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি-পরবর্তী আলোচনা সভা পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী নাজমূল আহসান মুনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রফিকুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি’র ভারপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জসিম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বিপ্লব কুমার সরকার (সেপি, বিএসকেপি), পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক ও এ বি পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, আইডিইবি’র ভারপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রকৌশলী রাশাদুল হাসান রেজা, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী হুমায়ুন কবির সোহাগ এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নলিন।
বক্তারা দেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান তুলে ধরে বলেন, প্রকৌশলীরা টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সদস্য মো. সাইফুল মাহমুদ, মো. মতিউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।