গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দেশটির সর্বোচ্চ দুর্নীতি দমন সংস্থা সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইনস্পেকশন (CCDI) এ তথ্য জানিয়েছে।
CCDI-এর পৃথক দুই বিবৃতিতে জানানো হয়, বহিষ্কৃত কর্মকর্তারা হলেন ওয়াং জিয়ানজুন, চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান, এবং সু জিয়ানপিং, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের (NDRC) সাবেক ভাইস ডিরেক্টর।
কমিশন জানিয়েছে, উভয় কর্মকর্তা “দলীয় শৃঙ্খলা ও রাষ্ট্রের আইন গুরুতরভাবে লঙ্ঘন করেছেন” এবং তাদের বিরুদ্ধে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে দলীয় সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীনে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই ব্যাপক দুর্নীতি দমন অভিযান পরিচালনা করে আসছেন, যার আওতায় সরকারি, আর্থিক এবং সামরিক খাতের বহু কর্মকর্তা বরখাস্ত বা শাস্তির মুখোমুখি হয়েছেন।
CCDI জানিয়েছে, ওয়াং ও সু—দুজনের বিরুদ্ধেই পৃথক ফৌজদারি তদন্ত শুরু হয়েছে এবং তাদের মামলাগুলো সংশ্লিষ্ট বিচার বিভাগে পাঠানো হয়েছে।