ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে এনায়েত হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চর কলমি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুলতান মিস্ত্রির ছেলে এনায়েত হোসেন প্রায় এক দশক ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখেন।
ভুক্তভোগীর বক্তব্যে জানা যায়, দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে এনায়েত তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ভুক্তভোগী এনায়েতকে বিয়ের জন্য চাপ দিলেও তিনি তা এড়িয়ে যান। এরপর প্রেমিক এনায়েত যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্যত্র চলে যান বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী প্রেমিকের সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন এবং শেষ পর্যন্ত গত ১৬ অক্টোবর এনায়েতের বাড়িতে এসে অবস্থান নেন। কিন্তু সেখানেও তাকে সহ্য করতে হয় অপমান ও নির্যাতন। অভিযোগ রয়েছে, এনায়েতের পরিবারের সদস্যরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মানসিক নির্যাতন করেন।
এ অবস্থায় এনায়েতের পক্ষ থেকে চরফ্যাশন আদালতে একটি মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে আদালত ভুক্তভোগীকে ঘর ছাড়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মেনে গত ৩১ অক্টোবর ওই তরুণী এনায়েতের বাড়ি ত্যাগ করেন।
বর্তমানে এনায়েতকে ‘স্বামী’ দাবি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে এলাকায়।