‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশন’-এর রাজশাহী মহানগর শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. রায়হানুল ইসলাম, মো. জসিম উদ্দিন ও মো. আসলাম হোসেন।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. হাবিবুর রহমান।
নবগঠিত এ কমিটির আহ্বায়ক মেহেদী হাসান বলেন, সংগঠনটির উদ্দেশ্য হলো প্রয়াত বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র স্মৃতিকে ধারণ করে যুবসমাজকে ক্রীড়ার প্রতি উৎসাহী করা এবং মাদকমুক্ত সমাজ গঠন করা।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—
মো. রুবেল হোসেন, মো. আরিফ হোসেন, মো. লিমন হোসেন, মো. তৌহিদুর রহমান, মো. রাসেল ইসলাম, মো. শাহিনুর রহমান, মো. সাজিদ হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মো. মিনহাজুল হক, মো. সিফাতুল আলম, মো. শহিদুল ইসলাম, মো. রুবেল আজাদ, মো. সোহেল, মো. নাঈম, মো. ইমরান, মো. শামীম, মো. হুমায়ুন আহমেদ, মো. একরাম, মো. হাবিবুল হাসান, মো. শাহনেওয়াজ হোসেন, মো. নাজমুল শেখ, মো. ইমন এবং মো. মাসুদ হোসেন।