মৌলভীবাজারের রাজনগর উপজেলার অর্ধশতাধিক নারী বিএনপিতে যোগদান করেছেন। রবিবার (১৯শে অক্টোবর ) উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল ইসলামের নিজ বাড়িতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যোগদান অনুষ্ঠান নেতৃত্ব দেন উপজেলার ৬ নম্বর টেংরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য রাম দুলালী। তার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নারী বিএনপিতে যোগ দেন।
নবাগত নারীদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল ইসলাম শেলুন।
যোগদানকারী নারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা কর্মসূচি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার জন্য আশা ব্যক্ত করেন।