ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কুট্টি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুম, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন, রাশেদ করিম ভূইয়া, মো. ইস্রাফিল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম মাস্টারসহ আরও অনেকে।
সভায় সভাপতিত্ব করেন ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইস্রাফিল মাস্টার।
বক্তারা বলেন, যুবদল বিএনপির অগ্রভাগের সংগঠন হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৃণমূলের কর্মীরাই দলের প্রাণশক্তি—তাই সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে প্রতিটি ইউনিয়নে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে হবে বলে তারা মত প্রকাশ করেন।
কর্মীসভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সভার শুরুতে সদ্য প্রয়াত ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. খলিল হাওলাদার-এর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের অঙ্গীকার ব্যক্ত করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো মাঠ।