বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভোলায়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন “তথ্য আপা” (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিলা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা সদর তথ্যসেবা কর্মকর্তা আফনান হক।
সচিব মমতাজ আহমেদ বলেন,
তথ্যসেবা কেন্দ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা, জেন্ডার সচেতনতা, আর্নিং ও উদ্যোক্তা উন্নয়নসহ ছয়টি বিষয়ে কাজ করছে। প্রান্তিক পর্যায়ের নারীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠকের মাধ্যমে তাদের সচেতন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে তারা আত্মনির্ভরশীল হতে পারেন।
প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিলা বলেন,
নারীদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি ও ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদেরকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে।
তিনি জানান, তারা সাতটি ডে কেয়ার সেন্টারের মাধ্যমে কাজ করছেন, এবং সব কার্যক্রম সরকারি নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম “লাল-সবুজ ডটকম” ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।