পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বিকেলে নদীর জোয়ারের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী দুমকি থানা পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং বিষয়টি নৌ-পুলিশকে জানায়।
দুমকি থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থল লোহালিয়া নদীর তীরে হওয়ায় এটি নৌ-পুলিশের অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। আমরা বিষয়টি তাদের জানিয়েছি, তারা ঘটনাস্থলে আসছেন।”
দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, “নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ পাহারায় নিয়োজিত ছিল। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।