মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, কোনো স্কুল-কলেজের নাম পরিবর্তন করে ব্যক্তির নামে রাখা হলে ‘কেন তা প্রয়োজন’ তা লিখিতভাবে ব্যাখ্যা করে দুই কার্যদিবসের মধ্যে dd.hrm.dshe@gmail.com ই-মেইলে পাঠাতে হবে। মানবসম্পদ (এইচআরএম) ইউনিটের পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নানের সই করা আদেশে বলা হয়, নিকোশ ব্যান ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে সফট কপি জমা দিতে হবে; শিক্ষা মন্ত্রণালয়ের পত্র ও প্রয়োজনীয় সংযুক্তিও সংশ্লিষ্ট কলেজগুলোকে পাঠানো হয়েছে।
নির্দেশনার ফলাওে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানোর আগে প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় ঐতিহ্য, ইতিহাস ও শিক্ষা-পরিবেশ বিবেচনা করে যুক্তিসংগত কারণ দেখাতে হবে; ব্যক্তি-পূজা বা রাজনৈতিক প্রভাব এড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান মাউশি কর্মকর্তারা।