দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন রোগী। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৫ জনে, আর আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ৬৮৯ জনে।
সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৭৪ জন। এরপর চট্টগ্রামে ৮৩, ঢাকায় ১৪৫ (যার মধ্যে উত্তর সিটিতে ১১৮ ও দক্ষিণে ৯০ জন), খুলনায় ৫৭, রাজশাহীতে ৬৪, ময়মনসিংহে ৩৫, রংপুরে ১১ এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
এদিন মারা যাওয়া ৩ জনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং একজন খুলনা বিভাগের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৭৪৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে এ বছর মোট ৪৮ হাজারের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
গত বছরের তুলনায় মৃত্যুর হার কিছুটা কম হলেও, সংক্রমণের হার এখনো বিপজ্জনকভাবে বাড়ছে। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।