পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বীপাড়া নতুনবাজার গ্রামে শনিবার দিবাগত ভোর সাড়ে চারটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে কাপড়-জুতা, ইলেকট্রনিক্স ও মুদি-মনোহারি তিন দোকান সম্পূর্ণ পুড়ে যায়; পাশের দুটি দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দিন ফজরের আযান দিতে এসে লেলিহান শিখা দেখে মাইকে আহ্বান জানালে স্থানীয়রা ছুটে আসে ও কলাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক হাবিবুর রহমান, আল-আমিন ও বাচ্চু জানান, তাদের ক্ষতি যথাক্রমে ২০ লাখ, ১৫ লাখ ও ৫ লাখ টাকা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানান, সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন; ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ সহায়তা দেওয়া হবে এবং পূর্ণ প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।