বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন এলাকায় “এফবি বাদল” নামের একটি ফিশিং ট্রলার প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৭টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা ঘাটের কাছে ট্রলারটি একটি ডুবোচরে আঘাত পেয়ে ভারসাম্য হারালে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১৪ জন মাঝিমাল্লাকে আশপাশের অন্য ট্রলারের জেলেরা দ্রুত উদ্ধার করে তীরে নিয়ে আসেন। ট্রলার মালিক স্থানীয় জেলে বাদল মাঝি জানান, ইলিশ সংরক্ষণ অভিযানের ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তারা মাছ ধরা বন্ধ রেখে ঘাটে ফিরছিলেন।
রাঙ্গাবালী নৌ ফাঁড়ির ইনচার্জ মো. জায়েদ জানান, সবাই জীবিত উদ্ধার হলেও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে। আবহাওয়া শান্ত হলে উদ্ধার কাজ ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন তিনি।