পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুই বিচ্ছিন্ন অভিযানে ১০৬ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতু টোলপ্লাজা এলাকা ও পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
ডিএনসি'র জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কাবির গাজী (৪২) ও জুয়েল তালুকদার জুলহাস (৩৮)-কে আটক করা হয়। তল্লাশিতে কাবিরের কাছ থেকে ২৫ পুরিয়া (৭ গ্রাম) ও জুয়েলের কাছ থেকে আরও ২৫ পুরিয়া (৭ গ্রাম) হেরোইন উদ্ধার হয়। অপর অভিযানে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে আরিফ গাজী ওরফে খালেক (২৮)-এর কাছ থেকে ৫৬ পুরিয়া (১৫ গ্রাম) হেরোইন জব্দ করে ডিএনসি দল।
প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা (এফআইআর) দায়ের হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন ও যাত্রী টিকেটও জব্দ করা হয়।
পটুয়াখালী ডিএনসি'র উপপরিচালক হামিমুর রশীদ জানান, "গ্রেফতারকৃতরা নিয়মিত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। আসামিদের পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।"
সদর ও দুমকি থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের রিমান্ড আবেদনের প্রস্তুতি চলছে।