প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৩২ এ.এম
বোরহানউদ্দিনে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংলাপ সভা অনুষ্ঠিত
সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বোরহানউদ্দিন উপজেলা সম্প্রসারণ ভবনের দ্বিতীয় তলায় আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধিন ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি - সিআরইএ প্রকল্প’ এর আওতায় এই সভার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মঞ্জুর এ এলাহী মো: আল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা সাধারণ মানুষ যাতে আরও সহজভাবে সরকারি সেবা পেতে পারে সেই লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অংশগ্রহণকারীরা সরকারি সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও জনবান্ধব করার জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত