পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা উল্টে গাছের ওপর পড়লে চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাউফল-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসা সংলগ্ন সড়কে দ্রুতগতিতে চলা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেলে যাত্রী আবদুল্লাহ, সুজন, জিহাদ এবং চালক হাবিব গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনজন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। আহত আবদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “মহাসড়কের মাঝখানে সংস্কার কাজের বালুর স্তূপ ফেলে রাখা হয়েছিল। সিএনজির একটি চাকা ওই স্তূপে উঠে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি উল্টে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”