পটুয়াখালীর বাউফলে ইয়াবা বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধের জেরে রেশাদ সরদার (২২) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে শাহিন সরদারের (২৬) বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেশাদ ও শাহিন দুজনেই দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। মাদক বিক্রির লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য কয়েক দিন আগে তাদের চাচা ও স্থানীয় দফাদার ইউনুস সরদার বৈঠকের আয়োজন করলেও কোনো মীমাংসা হয়নি। বুধবার রাতে দুজনের মধ্যে ফের কথা কাটাকাটির একপর্যায়ে শাহিন লোহার রড দিয়ে রেশাদের মাথায় আঘাত করেন। এতে রেশাদ গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাশরিফ জানান, “আহতের মাথার পেছনের একটি অংশ থেতলে গেছে এবং ওপরের অংশে গভীর কাটা রয়েছে। চোখেও রক্ত জমাট আঘাত ছিল। মাথার বিভিন্ন স্থানে কাটা জখম থাকায় সেলাই করা সম্ভব হয়নি। রক্ত বন্ধ করার ব্যবস্থা করে দ্রুত বরিশাল পাঠানো হয়েছে। সিটি স্ক্যানের পর তার প্রকৃত অবস্থা জানা যাবে।”
এ বিষয়ে দফাদার ইউনুস সরদার বলেন, “মীমাংসা করতে বাড়ির আরও কয়েকজন নিয়ে বসেছিলাম। কিন্তু ওদের মধ্যে সমঝোতা হয়নি। সত্য ঘটনাও কেউ বলেনি তখন। আজকের ঘটনার বিষয়ে শুনেছি, বিস্তারিত জানি না।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”