প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৪:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৬:৪৩ এ.এম
ভোলায় যৌথ অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে র্যাব-৮ ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১ লাখ মিটার (৪৫০ বান্ডেল) নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার দুপুর ২টা ৫ মিনিটের অভিযানে জালের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৮ এর সিপিসিএস ভোলা ক্যাম্পের কমান্ডার শারিয়ার রিফাত অভি ও ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঞা। দুটি দোকানে তল্লাশি চালিয়ে জালগুলো উদ্ধার করা হলেও মালিকদের পাওয়া যায়নি। উপস্থিত জনতার সামনে জাল পুড়িয়ে ফেলা হয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর এই অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।
মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঞা বলেন, “কারেন্ট জাল ব্যবহারে মা-মাছ ও পোনা নিধন হয়; প্রজনন ব্যাহত হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে অবৈধভাবে জাল এনে স্থানীয় জেলেদের কাছে বিক্রি করছিল একটি চক্র। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”
র্যাব কমান্ডার শারিয়ার রিফাত অভি জানান, “শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সরকার-নিষিদ্ধ অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। ভোলা জেলায় কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত