রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত পুনরুজ্জীবিত ‘ইন্টারভিশন’ গান-প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভিয়েতনাম। প্রতিযোগিতা থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ‘রাজনৈতিক চাপ’-এর অভিযোগ তুলে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর শনিবার রাতে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়; আগামী বছরও আসরটি মস্কো আয়োজন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
২৩ দেশের শিল্পী-দল অংশ নেওয়া এই প্রতিযোগিতাকে ‘ইউরোভিশন-বিকল্প’ হিসেবে গড়ে তুলেছে রাশিয়া। সোভিয়েত আমলের ‘ইন্টারভিশন’ ব্র্যান্ড ২০১৪-পরবর্তী পশ্চিমা সাংস্কৃতিক প্রভাব কমাতে পুনরায় সক্রিয় করা হয়। ফাইনালে ভিয়েতনামের থাও মাই লিন গান ‘প্রেয়ার অব দ্য সি’ পরিবেশন করে দর্শক ও জুরি উভয়ের ভোটে শীর্ষে উঠে আসেন; দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় স্থানে কাজাখস্থান।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি কেলসি হার্ট প্রতিযোগিতার তিন দিন আগে মঞ্চে না-নেমে দেশে ফিরে যান। তাঁর ভাষ্য, ‘আমার টিমকে বলা হয় পারফরম্যান্সে রাশিয়া-বিরোধী বার্তা যোগ করতে বা স্লোগান পরিবর্তন করতে। এটি সাংস্কৃতিক অনুষ্ঠানের চরিত্র নষ্ট করত।’ রুশ আয়োজক কমিটি অভিযোগ অস্বীকার করে ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ বলে উড়িয়ে দেয়।
রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, আগামী বছর সোচিতেই হবে পরবর্তী আসর; নতুন করে আফ্রিকার দুটি দেশকে আমন্ত্রণ জানানো হবে। পশ্চিমা কূটনীতিকদের কেউ কেউ অনুষ্ঠানকে ‘নরম ক্ষমতার’ হাতিয়ার হিসেবে দেখছেন, যদিও ইউরোপীয় ব্রডকাস্ট ইউনিয়ন (EBU) ‘ইন্টারভিশন’-এর সঙ্গে কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে।
ভিয়েতনামের সংস্কৃতি উপমন্ত্রী নগুয়েন থি থাই তাম ট্রফি গ্রহণের পর বলেন, ‘এই জয় আমাদের সংগীতকে বিশ্ব দরবারে তুলে ধরল। আমরা শান্তি, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনে বিশ্বাসী।’