পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে তেগাছিয়া নদীতে ঝাঁপ দেওয়া নুরুল ইসলাম গাজী (৫৫) এর লাশ ২৭ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় কলাপাড়া ফায়ার সার্ভিস লাশটি তুলে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।
নিহত নুরুল ইসলাম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পথে-প্রান্তরে রুপার আংটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার বিকালে তেগাছিয়া নদীর পাড়ে অভিযান চালানো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল তাঁকে ধাওয়া দিলে তিনি পানিতে ঝাঁপ দেন। পরে তলিয়ে যান এবং স্রোতে ভেসে যান।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন জানান, “গতকাল বিকাল থেকেই উদ্ধার অভিযান চলছিল। আজ বিকালে নদীর প্রবাহ কমে গেলে লাশ ভাসতে দেখা যায়। আমরা দ্রুত তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করছি।”
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল ইসলামের পরিবার দাবি করছে তিনি মাদক ব্যবসায়ী নন; তবে অধিদপ্তরের ধাওয়ার সময় ভয়ে পানিতে ঝাঁপ দেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।”