যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেড) প্রত্যাশিত সুদহার কমানোর পরেও ভবিষ্যতে ধীরগতির মুদ্রানীতির ইঙ্গিত দেওয়ায় ডলার শক্ত হয়ে উঠেছে; এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে।
বুধবার বিকেলে (বাংলাদেশ সময়) স্পট গোল্ড ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ২৫৫৮ ডলারে দাঁড়ায়, যা গত সপ্তাহের শেষের তুলনায় ১.২ শতাংশ নিচে। ফেড চেয়ার জেরোম পাওয়েল সাংবাদিক সম্মেলনে বলেন, “মূল্যস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার ওপরে; প্রয়োজনে আরও হার কমানো হবে, তবে তা পরিমিত ও ধারাবাহিকভাবে করা হবে।” এই বক্তব্যের পরই ডলার ইনডেক্স ০.৩ শতাংশ বেড়ে ১০১.৭-এ উঠে আসে, ফলে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়। মুম্বাইভিত্তিক এক বুলিয়ন ডিলার রয়টার্সকে বলেন, “ভারতীয় আমদানিকারকরা এখন অপেক্ষা করছেন ডলার আরও শক্ত হলে দাম আরও কমতে পারে; তখন কেনার ধাক্কা আসবে।” বিশ্লেষকেরা মনে করছেন, স্বল্প মেয়াদে ২৫৪০ ডলার প্রতি আউন্স সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতে পারে; তবে মূল্যস্ফীতির পুনরুত্থান হলে স্বর্ণ আবার ২৬০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের বাজারেও বুধবার ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১০০-১৫০ টাকা কমেছে বলে স্থানীয় বণিকরা জানিয়েছেন।