প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৫:২৩ এ.এম
ফেডের সুদহার কমানোর পরও চীনের নীতিহার অপরিবর্তিত
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমানোর একদিন পরও চীনা কেন্দ্রীয় ব্যাংক (পিবিওসি) সাতদিনের রিভার্স রিপো হার ১.৭ শতাংশেই রেখে দিয়েছে; বিশ্লেষকেরা বলছেন, দেশটির মুদ্রানীতিতে স্থিতিশীলতা বজায় রাখার বার্তাই মূল লক্ষ্য।
বৃহস্পতিবার সকালে ২০ বিলিয়ন ইউয়ানের (প্রায় ২.৮ বিলিয়ন ডলার) ওপেন-মার্কেট অপারেশনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় পিবিওসি। এর ফলে ব্যাংকগুলোর লিকুইডিটি সহায়তা অব্যাহত থাকলেও নতুন করে উদ্দীপনার পথ খোলা হলো না। সাংহাইভিত্তিক এক বেসরকারি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ লি ওয়েন রয়টার্সকে বলেন, “আমরা মনে করি, পিবিওসি এখন আরও কৌশলী—বৈদেশিক চাপ কমাতে ইউয়ানের স্থিতিশীলতা রক্ষা ও অভ্যন্তরীণ ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ, দুটোই তাদের এজেন্ডায়।” ইউয়ানের মধ্যম বিনিময় হার গতকাল ৭.০৮-এর কাছাকাছি স্থির ছিল, যা ১৫ মাসের সর্বোচ্চ স্তরের সামান্য নিচে। বিশ্লেষকেরা বলছেন, ফেডের হার কমানোর ফলে চীনা রপ্তানিকারকদের চাপ কিছুটা কমবে; তবে অভ্যন্তরীণভাবে মূল্যস্ফীতি ০.৬ শতাংশে থাকায় পিবিওসি আপাতত ‘টার্গেটেড’ কৌশল—বিশেষ করে আবাসন খাতে সীমিত ছাড়—অবলম্বন করবে। বেইজিংভিত্তিক এক ব্রোকারেজ হাউসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চতুর্থ প্রান্তিকে যদি রপ্তানি চাহিদা দুর্বল হয়, তখন পিবিওসি গাইডিং রেট ১০-১৫ বেসিস পয়েন্ট কমাতে পারে; কিন্তু এখনই বড় ধরনের প্রণোদনার সম্ভাবনা কম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত