সমুদ্রে গোসলের সময় দুই নারী পর্যটকের অজান্তে ভিডিও ধারণ করার অপরাধে মো. রুবেল (৩০) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুয়াকাটার জিরো পয়েন্টে এই দণ্ড কার্যকর করা হয়।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের একটি টিম সকালে সৈকতে টহল দিচ্ছিল। ওই সময় তারা দেখতে পান, রুবেল মোবাইল ফোনে নারী পর্যটকদের গোসলের দৃশ্য গোপনে ধারণ করছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করে কলাপাড়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসীন সাদেক পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারা (নারীর গোপনীয়তা লঙ্ঘন) অনুযায়ী রুবেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল বরগুনা জেলার বাসিন্দা।
ইউএনও জানান, পর্যটকদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় কুয়াকাটা সৈকতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকের টিম কাজ করছে। গোপনে ভিডিও ধারণ, ছবি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনা ধরা পড়লে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, সৈকতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত টহল দেওয়া হচ্ছে।