বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি গ্রামে জমি-সংক্রান্ত দীর্ঘ মামলার জেরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় সাংবাদিক জামাল মীরসহ তার চার স্বজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা ও ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ধুপতি গ্রামে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদকে কেন্দ্র করে ইউপি সদস্য কুদ্দুস মীরের অনুসারীদের সঙ্গে সাংবাদিক জামাল মীরের পরিবারের সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কুদ্দুস মীরের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জামালের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জামালের বাবা, মা ও ভাই গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জামালকেও পিটিয়ে আহত করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জামালের বাবা ও ভাইয়ের অবস্থার অবনতি ঘটলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এলাকাবাসী জানান, কুদ্দুস মীর ও জামাল মীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে আদালতে মামলা চলছে। এর আগেও উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার উত্তেজনা দেখা দিলেও আজকের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, “এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”