ভোলার মাদ্রাসাশিক্ষক ও মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যার এক সপ্তাহ পর রহস্য উন্মোচন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন তাঁরই বড় ছেলে রেদোয়ানুল হক (১৭)। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে সে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি বলেন, ৬ সেপ্টেম্বর রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার নিজ ঘরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখম হন মাওলানা আমিনুল হক নোমানী (৪৩)। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই সদর থানা ও ডিবি পুলিশের একাধিক দল তদন্তে নামে। ৭ সেপ্টেম্বর নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন দিক খতিয়ে দেখে সন্দেহের তালিকায় আসে নোমানীর বড় ছেলে রেদোয়ানুল হক।
১২ সেপ্টেম্বর ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে সে বাবাকে হত্যার কথা অকপটে স্বীকার করে। রেদোয়ানের দেখানো মতে বাড়ির পেছনের খালের ধারে লুকানো হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। মামলাটি বর্তমানে ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা তদন্ত করছে।
প্রসঙ্গত, ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসী।