বহু মামলার পলাতক ও আলোচিত সন্ত্রাসী কালু ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার দক্ষিণখান এলাকার মুক্তিযোদ্ধা সুপার মার্কেট সংলগ্ন স্থান থেকে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১ ঢাকার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. কালু ওরফে ইব্রাহিম কালু, বস্তি কালু নামেও পরিচিত। তার বাড়ি বরগুনা জেলার বদরখালী ইউনিয়নের ডেমা চামেলী বাজার এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে বরগুনা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, ছিনতাই, নারী সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, ৩ সেপ্টেম্বর দেশীয় অস্ত্র নিয়ে এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় কালু ইব্রাহিমের নাম সামনে আসে। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে র্যাব তাকে ধরতে অভিযান চালায়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, কালু ইব্রাহিমের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে এবং আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।