ভোলার পশ্চিম ইলিশায় ফসল চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘার হাওলা এলাকার কৃষক মিলন মাঝির পেঁপে বাগানে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায়। এতে স্থানীয় কৃষক-কৃষাণী ও প্রকল্পের সদস্যরা অংশ নেন।
মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা এবিএম মোস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহাম্মদ।
আয়োজক ও অতিথিরা বলেন, আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন কৃষকদের আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। এ ধরনের মাঠ দিবসের মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি ও চাষাবাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।