ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভেদুরিয়া স্পিডবোট মালিক ও চালক সমিতির সদস্যরা। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেন।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, সুরাইয়া পারভীন শেলী ও উপ-সচিব জেসমিন আখতার বানু ভোলা সফরে আসেন। এ খবর পেয়ে দুপুর ১টা থেকে ভোলা জেলা ও ভেদুরিয়া স্পিডবোট মালিক ও বোট চালক সমিতির ভুক্তভোগীরা ইলিশা লঞ্চঘাটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
তাদের অভিযোগ, সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন ভোলায় যোগদানের পর থেকেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্পিডবোট মালিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে বোটপ্রতি ১২০০ টাকা আদায় করছেন। এ বিষয়ে আপত্তি তুললে তাদের মামলার ভয় দেখানো হয় বলেও দাবি করেন তারা।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন বলেন, “ঘাটে নির্ধারিত ৫ টাকার টিকেট ১০ টাকা আদায় এবং নির্দেশনা অমান্য করা হয়। এসব তদারকি করতে গেলে আমাদের স্টাফদের মারধর করা হয়। এ ঘটনায় থানায় জিডি করলে পুলিশের তদন্তে সত্য প্রমাণিত হয় এবং নিয়মিত মামলা হয়। সেই মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হলেও না করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”