ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট বাজারে ব্যবসায়ী মো. এরশাদ (৩৫) ও তার ভাই মাকসুদের (৩৭) উপর হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী এরশাদ অভিযোগ করে জানান, সন্ধ্যায় আলমগীর নামে একজন তার মোটরসাইকেল ভাড়া নেয়। রাত ১০টার দিকে এসে তিনি ২০০ টাকা প্রদান করেন। বাকি ভাড়ার টাকা চাইলে আলমগীর তাকে মারধর করেন। উপস্থিত ব্যবসায়ীরা এরশাদকে উদ্ধার করলে তিনি নিজের দোকানে ফিরে যান।
কিছুক্ষণ পর আলমগীর (৪৫), তার সহযোগী শামিম (২৪), মমিন (২৬), বাবু (২২), শাকিল, আশিক, জিসানসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে দোকানে হামলা চালায়। এসময় তারা এরশাদকে মারধর, দোকান ভাঙচুর ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।
এরশাদের ভাই মাকসুদ অভিযোগ করে বলেন, দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় তাকেও হামলার শিকার হতে হয়।
ঘটনাস্থলে উপস্থিত বাজার ব্যবসায়ী মো. আকিব, শাহিন পাটোয়ারী ও আওলাদ জানান, আলমগীর গংরা সংঘবদ্ধভাবে এরশাদের উপর হামলা চালালে তারা প্রতিরোধের চেষ্টা করেন। তবে হামলাকারীদের একজন দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেলে দেয়ার চেষ্টা করলে আতঙ্ক সৃষ্টি হয় এবং সবাই সরে যান। পরে হামলাকারীরা আবারো দোকানে ভাঙচুর চালায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “রাতে এমন একটি ঘটনার খবর পেয়েছি। অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”