দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন—যা এ বছরের সর্বোচ্চ। এ সময়ে মারা গেছেন আরও দুজন।
বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৫ জনে। এ সংখ্যা এ বছরের একদিনের সর্বোচ্চ।
বিভাগওয়ারি হিসাব অনুযায়ী, ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৯৬ জন, চট্টগ্রামে ১১২ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৭ জন, দক্ষিণ সিটিতে ১৩০ জন, খুলনায় ১৭ জন, ময়মনসিংহে ১৫ জন, রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ১৪ জন এবং সিলেটে তিনজন রয়েছেন।
এর ফলে চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬ জনে। এর মধ্যে ইতিমধ্যে ৩৪ হাজার ১৩৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৬০৪ জন।
চলতি বছর ডেঙ্গুতে দেশে এখন পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু হয়েছে।