তুরস্কে এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ সীমিত করে দিয়েছে কর্তৃপক্ষ। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, রবিবার রাতে দেশব্যাপী এ ধরনের নিয়ন্ত্রণ শুরু হয়, এর কয়েক ঘণ্টা আগে দুর্নীতিবিষয়ক ফাঁস হওয়া তথ্য উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্পৃক্ত হয়।
নেটব্লক্সের পর্যবেক্ষণে দেখা গেছে, রবিবার স্থানীয় সময় রাত থেকে দেশব্যাপী এক্স, ইউটিউব এবং আরও কিছু জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশে বাধা দেওয়া হয়। সংগঠনটি জানিয়েছে, এটি ছিল পরিকল্পিতভাবে আরোপিত সীমাবদ্ধতা।
এ ধরনের পদক্ষেপ তুরস্ক সরকার এর আগেও নিয়েছিল। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা বা সংবেদনশীল তথ্য ফাঁসের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে একাধিকবার।
তবে সাম্প্রতিক এ নিয়ন্ত্রণ এমন এক সময় এলো, যখন অনলাইনে দুর্নীতিবিষয়ক কিছু তথ্য ফাঁস হয়, যা দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তাদের জড়িয়ে পড়ে। এ কারণে সীমাবদ্ধতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে তুর্কি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।