পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনার তিন আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কাওসার, আশিষ গাইন ও রিপন। তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে আমেরিকা প্রবাসী তরিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি আসামীদের স্বীকারোক্তির বরাত দিয়ে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ডাকাত দল বাড়ির সামনে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে তারা বাড়ির বেলকনির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। তরিকুল ইসলামের মা, বোন ও তাকে বেঁধে ফেলে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুট করে নেয়। এরপর তার বাংলা ভাষী মার্কিন নাগরিক স্ত্রীকে একটি কক্ষে নিয়ে গণধর্ষণ করে এবং হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরদিন থানায় মামলা দায়েরের পর ডিবি ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাওসারকে ঝিনাইদাহের শ্যামকুড় বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার তথ্যে ঢাকার দারুসসালাম থেকে রিপনকে গ্রেফতার করে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। তাদের তথ্যে কলাপাড়া পৌর এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়। ৪ সেপ্টেম্বর তাদের ১৬৪ ধারায় জবানবন্দী শেষে জেল হাজতে পাঠানো হয়।
এএসপি আরিফ মুহাম্মদ শাকুর জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।