পটুয়াখালী সদর উপজেলার ২ নং বাঁধঘাট এলাকায় বৃহস্পতিবার সকালে রান্নাঘরে সাপের কামড়ে কৃষ্ণ রানি অনিমা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বামী স্বপন কুমার শীল জানান, সকাল ১০টা ৩০ মিনিটে স্ত্রী ভাত রান্না করছিলেন। হঠাৎ চিৎকার শুনে রান্নাঘরে গিয়ে দেখেন সাপে কামড় দিয়েছে। তিনি তাৎক্ষণিক ক্ষতস্থানে কাপড় বেঁধে তাকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার জানান, রোগীকে ১১টা ২৬ মিনিটে ভর্তি করা হয়। এন্টিভেনম প্রয়োগসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসক ডা. মশিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত কৃষ্ণ রানি অনিমা স্বপন কুমার শীলের স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা ঔশি মনি ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্বপন কুমার শীল স্থানীয়ভাবে ফটোস্ট্যাট ও কম্পিউটার ব্যবসার সঙ্গে যুক্ত।