পটুয়াখালীর দশমিনা উপজেলায় চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে সহোদর দুই ভাই আকবর আলী খান ও নজরুল খানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আগেই ভুক্তভোগী জাকির হোসেন খান চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন খান তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণের উদ্যোগ নিলে একই এলাকার আকবর আলী খান ওই জমি নিজের দাবি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে এবং ‘রক্তের বন্যা বইয়ে দেওয়া’ হবে বলে হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে নির্মাণকাজ শুরু হলে আকবর আলী, নজরুল, সুজনসহ ১০-১২ জন লোক নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
ভুক্তভোগী জাকির হোসেন খান বলেন, “আকবর আলীর কারণে আমি অতিষ্ঠ। আমার জমিতে ঘর বানাতে গেলে সে ১০ লাখ টাকা চাঁদা চায়। আমি না দিলে নির্মাণসামগ্রী লুট করা হয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।”
স্থানীয় বাসিন্দা লাল মিয়া অভিযোগ করেন, আকবর আলী, নজরুল ও সুজন আওয়ামী লীগ সরকারের সময় থেকে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাস চালিয়ে আসছে। পরবর্তীতে রাজনৈতিক পরিচয় পালটেও তারা একই কাজ চালিয়ে যাচ্ছে এবং দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
দশমিনা থানার এসআই মাসুম বিল্লাহ জানান, চাঁদাবাজি মামলায় আকবর আলী ও নজরুল খানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে। মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।