ভোলা জেলার লালমোহন উপজেলায় মেঘনা নদীর জোয়ারের পানিতে ভেসে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল এলাকার নদীর তীর থেকে হরিণটি উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, “মেঘনার জোয়ারে ভেসে একটি হরিণ লোকালয়ে চলে আসে। এ সময় স্থানীয়রা হরিণটিকে ধাওয়া করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
তিনি আরও বলেন, “হরিণটির ওজন প্রায় ৩০ কেজি হতে পারে। উদ্ধারের পর বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এলে হরিণটি তাদের কাছে হস্তান্তর করা হবে। পরে বনবিভাগের কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হরিণটিকে বনে অবমুক্ত করবেন।”
স্থানীয়রা জানান, নদীতে ভেসে আসা বন্যপ্রাণী এলাকাবাসীর জন্য বিরল দৃশ্য। তাই হরিণটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।